ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিপোর্ট জালিয়াতি

এবার বন্ধ করা হলো প্রাভা হেলথের কার্যক্রম

প্রকাশিত: ০০:৪৬, ৩ আগস্ট ২০২১

এবার বন্ধ করা হলো প্রাভা হেলথের কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ করোনা টেস্টের ভুল রিপোর্ট দেয়ার ঘটনায় বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের করোনা পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেয়া ছাড়াও আরও কয়েকটি অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাঃ ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সদস্যরা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এই অনিয়মগুলো দেখতে পান। এর আগে প্রাভা হেলথ করোনা টেস্টের ভুল রিপোর্ট দিয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদফতর। আর এজন্য একটি তদন্ত টিম গঠন করে অধিদফতর। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিকের অভিযোগ আমলে নিয়ে এই তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদফতর।
×