ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল রেস্তরাঁ খোলা রাখতে চান মালিকরা

প্রকাশিত: ২২:১৫, ৩ আগস্ট ২০২১

হোটেল রেস্তরাঁ খোলা রাখতে চান মালিকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৫ আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তরাঁ স্বাভাবিক নিয়মে খোলা রাখতে চান মালিকরা। সেটা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে অর্ধেক আসনে বসিয়ে হোটেল-রেস্তরাঁ আবারও চালু করার দাবি জানিয়েছেন মালিক সমিতি। তারা বলছেন, চলমান বিধিনিষেধে রেস্তরাঁগুলো শুধু অনলাইন/টেকওয়ের মাধ্যমে খাবার বিক্রি করতে পারছে। কিন্তু এ সেবার অন্তর্ভুক্ত রেস্তরাঁর সংখ্যা সর্বোচ্চ ২-৩ শতাংশ। এ কারণে সারাদেশে প্রায় ৮০ শতাংশ রেস্তরাঁ বন্ধ রয়েছে। বন্ধ থাকায় দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে এ খাতের উদ্যোক্তারা। করোনা পরিস্থিতিতে নানাবিধ সমস্যায় জর্জরিত রেস্তরাঁ খাতের সমস্যা তুলে ধরে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতি।
×