ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লকডাউন ॥ রাজধানীতে চলাচল বাড়ার সঙ্গে গ্রেফতারও বেড়েছে

প্রকাশিত: ২১:৩৩, ২ আগস্ট ২০২১

লকডাউন ॥ রাজধানীতে চলাচল বাড়ার সঙ্গে গ্রেফতারও বেড়েছে

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কারখানা খোলার পর ঢাকায় চলাচল যেমন বেড়েছে, তেমনি অপ্রয়োজনে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন বেশি। ঢাকায় রবিবারের তুলনায় সোমবার ৪২ জন বেশি গ্রেফতার হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশের তথ্যে দেখা যায়। রবিবার ঢাকায় গ্রেফতার হয় ৩০৩ জন; যা লকডাউনের ১১ দিনের মধ্যে সবচেয়ে কম। সোমবার গ্রেফতার হয়েছে ৩৪৫ জন। ডিএমপি জানায়, সোমবার ১৩৫ জনকে মোট এক লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬৬টি গাড়িকে মোট ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের(ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রবিবার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তা ঢিলেঢালা হয়ে পড়েছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলিতে শুরু করেছে। এমননি সোমবার বালিশ ও তোশকের দোকানও খোলা দেখা গেছে। এবারের লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। সময়সীমা বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদফতর করলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। র্যাব জানিয়েছে, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে সোমবার সারাদেশে ১৭৪টি টহল এবং ১৬৭টি চেকপোস্ট পরিচালনা করেছে তারা। সারাদেশব্যাপী র্যাব পরিচালিত ১৫টি ভ্রাম্যমাণ আদালতে ৬৭ জনকে ৪৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। র্যাব সোমবার ২০টি দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে বলেও জানানো হয়।
×