ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে এক অসহায় ব্রা‏হ্মণ পরিবারের জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত: ২০:৪২, ২ আগস্ট ২০২১

বাঁশখালীতে এক অসহায় ব্রা‏হ্মণ পরিবারের জায়গা দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে জোরপূর্বক এক অসহায় পূজারী ব্রা‏হ্মণ পরিবারের জায়গা দখলের অভিযোগ ওঠেছে। সোমবার (২ আগস্ট) সকালে বাঁশখালী পৌরসদরের ৮নং ওয়ার্ডের দক্ষিণ জলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই পূজারী ব্রা‏হ্মনের পরিবারের সদস্যরা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে থানা পুলিশের এসআই মো. মাসুদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জবর দখলকারীদেরকে ওই জায়গায় স্থিতবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসদরস্থ ৮নং ওয়ার্ডের দক্ষিণ জলদী এলাকার মৃত নিরঞ্জন চক্রবর্ত্তীর পুত্র বয়োবৃদ্ধ অসহায় পূজারী ব্রা‏হ্মন সবুজ চক্রবর্ত্তীর ৪ শতক জায়গায় কুনজর পোষন করে তা দখলে নেয়ার পাঁয়তারা চালায় একই এলাকার রাখাল নমঃ ও রঞ্জিত নমঃ গং। এরই জের ধরে সোমবার সকালে হাতে দা, কিরিচ, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাখাল নমঃ ও রঞ্জিত নমঃ গংরা ওই জায়গায় প্রবেশ করে খুঁটি ও টিন দ্বারা ঘেরাবেড়া দিয়ে তা জোরপূর্বক দখলে নেয়। এ সময় ভুক্তভোগী পূজারী ব্রা‏হ্মনের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে তাদেরকে মারধর ও খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে রাখাল নমঃ ও রঞ্জিত নমঃ গংরা। পরবর্তীতে ভুক্তভোগী ব্রা‏‏হ্মন পরিবারের সদস্যরা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে থানা পুলিশের এসআই মো. মাসুদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই জায়গা কোন প্রকার কাজ না করার জন্য রাখাল নমঃ ও রঞ্জিত নমঃ গংদের নির্দেশ প্রদান করেন এবং বিরোধ নিষ্পত্তির জন্য থানায় বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মো. মাসুদ বলেন, ‘দক্ষিণ জলদী এলাকায় এক পূজারী ব্রা‏হ্মনের জায়গা দখলের বিষয়ে অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গা কোন প্রকার কাজ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’
×