ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২১

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মির্জাপুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে লৌহজং নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। লুৎফর রহমান উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মুকছেদ আলীর ছেলে। ওই গ্রামের বাসিন্দা গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, লুৎফর রহমান সোমবার দুপুর বারোটার দিকে ঝাকিজাল নিয়ে নৌকা যোগে বাড়ির পাশেই লৌহজং নদীতে মাছ ধরতে যান। হাতে জালের রশি বেঁধে নদীতে জাল ফেলে লুৎফর। এক পর্যায়ে সে নৌকা থেকে ছিটকে নদীর প্রবল ¯্রােতে পানিতে তলিয়ে যান। এ সময় নদীর পাড়ের লোকজন দেখে উদ্ধার করতে পানিতে নামে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আরিফ হোসেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
×