ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস, আজও ফিরছেন কর্মজীবীরা

প্রকাশিত: ১৪:৩৪, ২ আগস্ট ২০২১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস, আজও ফিরছেন কর্মজীবীরা

অনলাইন ডেস্ক ॥ রবিবার দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল করার কথা থাকলেও আজ সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবাধে বাস চলছে। বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানে কর্মজীবীরা ফিরছেন। আজ সকালে মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে গোড়াইল নয়াপাড়ায় দেখা গেছে, সড়কে বাসসহ বিভিন্ন যানবাহন চলছে। মহাসড়কের চড়পাড়া এলাকায় দেখা যায়, প্রতি মিনিটে দু–তিনটি বাস চলছে। আর অন্য পরিবহন চলছে মিনিটে পাঁচ থেকে ছয়টি। এ সময় ঢাকাগামী আজমেরী গ্লোরি, নাদের পরিবহন, এস আর ট্রাভেলস, হাজী ট্রাভেলস, ইউনাইটেড, হিমাচল, বিআরটিসির দ্বিতল বাস, তুহিন সুপারসহ বিভিন্ন পরিবহন দেখা যায়। আর উত্তরাঞ্চলগামী আগমনী, স্বপ্না-শান্ত, হানিফ এন্টারপ্রাইজ, তয়েজসহ কয়েকটি প্রতিষ্ঠানের বাস চলতে দেখা গেছে। মুঠোফোনে মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক মো. শওকত হোসেন বলেন, ‘মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকার কথা। তবে আমরা বাস চলতেও বলছি না। নাও করছি না। এখনো কিছু শ্রমিকের ফেরা বাকি আছে। শেষ মুহূর্তে যাতে তাঁরা গন্তব্যে যেতে পারেন, এ জন্য তেমন কিছু বলা হচ্ছে না।’
×