ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে করোনায় আরও ১ নারীর মৃত্যু॥ নতুন করে আক্রান্ত ৬১

প্রকাশিত: ১৪:০৭, ২ আগস্ট ২০২১

নীলফামারীতে করোনায় আরও ১ নারীর মৃত্যু॥ নতুন করে আক্রান্ত ৬১

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়া এলাকার সুফিয়া বেগম (৯০)। তিনি গত ৩০ জুলাই এন্টিজেন নমুনায় করোনা শনাক্ত হন। এরপর জেলারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শোকের মাস আগষ্টে এটি প্রথম মৃত্যু। গত জুলাই মাসে জেলায় ৩২ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনার শুরু থেকে এই পর্যন্ত জেলায় ৬৮ জনের মৃত্যু হলো। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোলরুম সুত্র মতে, গত ২৪ ঘন্টায় ২২০ নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে জেলা সদরে ২৯, সৈয়দপুর উপজেলায় ২৩ জন, ডোমার উপজেলায় ৩ জন, ডিমলা উপজেলায় ৩ জন, জলঢাকা উপজেলায় ১ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২ জন। সংক্রমনে জেলার গড় হার ২৭.৭৩ শতাংশ। অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৯৩ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ৩৪ জন, নিজবাড়িতে ১৫৫, সৈয়দপুর হাসপাতালে ১৬ জন, নিজবাড়িতে ২২৬, ডোমার উপজেলায় নিজবাড়িতে ৪৫, ডিমলা উপজেলার হাসপাতালে ১ জন, নিজবাড়িতে ১১, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে ৩৫ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ৪৩ জন ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৭ জন।
×