ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:৫৩, ২ আগস্ট ২০২১

ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক ॥ গাজীপুরের শ্রীপুরে পরিবহনসংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি এবং ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ সোমবার (২ আগস্ট) শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এ বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গতকাল রবিবার (১ আগস্ট) থেকে কারখানা চালু থাকায় তাঁদেরকে কর্মস্থলে যেতে হচ্ছে। কিন্তু সড়কে একদিকে পরিবহনসংকট, অন্যদিক ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন তাঁরা। শ্রমিকরা আরো জানান, কারখানা খুলে দেওয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সব লোকাল বাস, সিএনজি ও অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চার গুণ বাড়ানো হয়েছে। এ কারণে পরিবহনসংকট দূর করা ও ন্যায্য ভাড়ায় কর্মস্থলে যাওয়ার সুযোগের দাবিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন তাঁরা। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
×