ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতাল

কর্মচারীদের পোশাক তৈরি না করেই অর্থ উত্তোলন

প্রকাশিত: ২১:৪০, ২ আগস্ট ২০২১

কর্মচারীদের পোশাক তৈরি না করেই অর্থ উত্তোলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের কর্মচারীদের পোশাক তৈরি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের পোশাক না দিয়েই ১১ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা উত্তোলন করা হয়েছে। সূত্র জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৪র্থ শ্রেণীর ৭৫ জন কর্মচারীর পোশাক তৈরির জন্য বরাদ্দ দেয়া হয় ১১ লাখ ৩২ হাজার ৫শ’ টাকা। প্রত্যেক কর্মচারীর জন্য বরাদ্দ ১৫ হাজার ১শ’ টাকা। শতকরা সাড়ে ৭ টাকা ভ্যাট ও শতকরা ২ টাকা হারে আয়কর বাবদ ১ লাখ ৭ হাজার ৫শ’ ৮৭ টাকা কর্তন করার পর থাকে ১০ লাখ ২৪ হাজার ৯শ’ ১৩ টাকা। জনপ্রতি থাকে ১৩ হাজার ৬শ’ ৬৫ টাকা। সূত্র জানিয়েছে, এ ধরনের কাজ সম্পাদন করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ঠিকাদার নিয়োগের নিয়ম রয়েছে। কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার রায় পত্রিকায় কোন বিজ্ঞপ্তি দেননি।
×