ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২১

আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ২ আগস্ট সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক এ্যাডভোকেট জেনারেল আবু সাঈদ চৌধুরীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরানখানির আয়োজন করা হইবে। মরহুমের সন্তানগণ তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের পরম করুণাময় আল্লাহ্র নিকট বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করেছেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ এর ১৫ মার্চ পাক হানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপাচার্যের পদ হইতে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। ভারতের মিসেস বিজয় লক্ষী পন্ডিত ও পাকিস্তানের স্যার জাফরুল্লাহ্ খানের পর জাতিসংঘের সর্বোচ্চ সম্মানিত এই ফোরামের নেতৃত্বদানকারী তিনিই তৃতীয় উপমহাদেশীয় ব্যক্তিত্ব। বর্তমানে পূর্বোক্ত কমিশনের স্থলে মানবাধিকার কাউন্সিল গঠিত হয়েছে। তদানীন্তন মার্কিন ফার্স্টলেডি ইলিনর রুজভেল্ট ১৯৪৭ এ প্রতিষ্ঠিত এই কমিশনের প্রথম সভাপতি ছিলেন।
×