ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিআরবিতে গভীর নলকূপ স্থাপন বন্ধের দাবি

প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২১

সিআরবিতে গভীর নলকূপ স্থাপন বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্দোলন উপেক্ষা করে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের প্রথম ধাপে যে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে তা বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রামের নাগরিক সমাজ। তারা জানিয়েছেন, হাসপাতাল নির্মাণের জন্য সেখানে অনুমোদনহীন গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে ইউনাইটেড গ্রুপ। এদিকে, সিআরবিতে বেসরকারী হাসপাতাল প্রতিষ্ঠা বন্ধের বিরুদ্ধে কর্মসূচী হিসেবে আগামীকাল বৃক্ষরোপণ ও ৬ আগস্ট মিছিলের কর্মসূচী ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। রবিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ সিআরবিতে ওয়াসার অনুমোদনবিহীন নলকূপ স্থাপন বন্ধ করতে অভিযোগ দিয়েছে। সেখানে কমিটির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×