ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবছর দশ লাখ দক্ষ জনবলের চাহিদা

প্রকাশিত: ২১:৩৯, ২ আগস্ট ২০২১

প্রতিবছর দশ লাখ দক্ষ জনবলের চাহিদা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উৎপাদনমুখী শিল্পকারখানা ও সেবা খাতে প্রতিবছর প্রায় ১০ লাখ লোকের চাহিদা আছে। কিন্তু দক্ষ জনবলের অভাবে সেই চাহিদা পূরণ করা যাচ্ছে না। আবার, চাকরির বাজারে বাড়ছে বেকারের সংখ্যা। এই সঙ্কট দূর করতে হলে দক্ষ জনবল গড়ে তোলা সবচেয়ে বেশি প্রয়োজন। এ লক্ষ্যে সরকারী- বেসরকারী খাতের সমন্বিত উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছে এফবিসিসিআই। এক্ষেত্রে সহযোগিতা দেবে কারিগরি শিক্ষা অধিদফতর। রবিবার ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বিনিয়োগ, দেশীয় বাজার উন্নয়ন এবং রফতানি বৈচিত্র্যকরণের লক্ষ্যে দক্ষকর্মী ব্যবস্থাপক তৈরি সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হেলাল উদ্দিন, এনডিসি। মোঃ জসিম উদ্দিন বলেন, বিশ্বের অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে হলে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে দেশের কর্মক্ষম জনবলকে অবশ্যই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশে ব্যাপক ডিজিটালাইজেশন হয়েছে। ফলে নতুন নতুন উদ্ভাবনী অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই সঙ্গে প্রয়োজনীয় দক্ষকর্মী সরবরাহের জন্য দেশের শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন এখন মূল চ্যালেঞ্জ।
×