ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহাব উদ্দিন মাহমুদ

শোকাবহ আগস্ট ॥ দেশের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর মুগ্ধতা

প্রকাশিত: ২০:২৭, ২ আগস্ট ২০২১

শোকাবহ আগস্ট ॥ দেশের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর মুগ্ধতা

বঙ্গবন্ধু তাঁর দ্বিতীয় বিপ্লবের পরিকল্পনায় ছোট ছোট সেলে গোটা দেশকে ভাগ করে দিয়েছিলেন। প্রতিটি সেলের মূল ক্ষমতায় ছিল কৃষক, শ্রমিক এবং সাধারণ জনতা। প্রশাসক হিসেবে রাজনৈতিক নেতৃত্ব, যাদের সহযোগী সেনাসদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিদ্যমান ১৯টি জেলাকে ভেঙ্গে ৬১টি জেলায় রূপান্তর করেন। এর কারণ হলো, যাতে জেলাগুলো অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে এবং তৃণমূলের মানুষ এর সুফল পায়। ৬১টি জেলায় ৬১ জন গবর্নর নিয়োগ দেয়া হয়। এটা ছিল বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রশাসনিক কাঠামো। যার মূল কারণ একদিকে স্বাধীনতা-পরবর্তী দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সংঘটিত নানা ধরনের অনাচার প্রতিরোধ করা এবং অন্যদিকে যুদ্ধের ধ্বংসস্ত‚পের ওপর জাতি পুনর্গঠনের কাজ শুরু করা। গবর্নরদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হলো বাকশাল কর্মসূচী পরিচালনার জন্য। ১৫ আগস্ট সেই গবর্নরদেরই শপথ নেয়ার কথা ছিল বঙ্গবন্ধুর কাছে। কিন্তু তিনি বাকশাল শুরুই করতে পারেননি। বাস্তবায়নের আগেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাকশালকে অঙ্কুরেই বিনাশ করে বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্র্যমুক্ত শোষণহীন সোনার বাংলার স্বপ্ন নিমিষেই হাওয়ায় মিলিয়ে দিল দেশী-বিদেশী কুচক্রী মহল। বঙ্গবন্ধু মনেপ্রাণে চেয়েছিলেন ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। তিনি ওই ধারাতেই স্বাধীন বাংলাদেশের অর্থনীতি গড়তে চেয়েছিলেন। তিনি সমবায় পদ্ধতির কট্টর সমর্থক ছিলেন। তিনি চাইতেন দেশে ছোট-বড় অনেক উদ্যোক্তা তৈরি হোক। তিনি কৃষকদের ভর্তুকি দেয়ার পক্ষে ছিলেন। কৃষি ও শিল্প উন্নয়ন তিনি সমানভাবে চাইতেন। তিনি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক অর্থনীতি চেয়েছিলেন। ১৯৭৫ সাল। ২ আগস্ট। দিনটি ছিল শনিবার। সকাল পৌনে দশটায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইল সুং-এর বিশেষ দূত ইয়ং হিয়ন সপ প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এ সময় প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইল সুং-এর একটি পত্র হস্তান্তর করেন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংকের গবর্নর কফিল উদ্দিন মাহমুদ, সন্ধ্যা ৬টায় সাবেক এমসিএ মোশাররফ হোসেন চৌধুরী এবং সোয়া ৬টায় সিলেটের মোস্তফা শহীদ এমপি সাক্ষাৎ করেন। চারপাশে এত দুর্নীতি, স্বার্থান্বেষী মহলের নানা রকমের বাধার মুখেও বঙ্গবন্ধু তাঁর দেশ ও দেশের মানুষকে নিয়ে মুগ্ধতায় ডুবে ছিলেন। বঙ্গবন্ধু নিত্যদিনের মতো সন্ধ্যাবেলায় গণভবন এলাকায় পাঁয়চারি করছিলেন। হঠাৎ তাঁর দৃষ্টি পড়ে কেবিনেট ডিভিশনের একটি কক্ষে। ছুটির দিনে সেখানে মৃদু আলো জ্বলছিল। বঙ্গবন্ধু এগিয়ে যান। তিনি দেখতে পান এক লোক একাগ্রচিত্তে কাজ করছেন। তাকে জিজ্ঞেস করে জানতে পারেন যে, সেই ব্যক্তি একজন সাধারণ কর্মচারী, নাম আবদুল জলিল। অনেক জরুরী কাজ থাকায় ছুটির দিনে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করছেন। আরও জানতে পারেন যে, অতিরিক্ত খরচ যেন না হয় সেজন্য তিনি দুটি বাল্বের একটি জ্বালিয়েছেন এবং পাখা না চালিয়ে জানালা খুলে দিয়ে, খালি গায়ে বাইরে থেকে আসা বাতাসে কাজ করছেন। বঙ্গবন্ধু তার কর্তব্যনিষ্ঠায় খুশি হন এবং তার পদোন্নতির নির্দেশ দেন ও তাকে নগদ ৫শ’ টাকা পুরস্কার দেন। খবরটি ৩ আগস্ট দৈনিক বাংলায় প্রকাশ হয়। শিল্পমন্ত্রী এএইচএম কামারুজ্জামান বলেছেন, বাঙালী মালিকদের শিল্প রাষ্ট্রায়ত্ত করার ক্ষেত্রে সরকার তাদের ক্ষতিপূরণ দেবে। তিনি বলেন, শিল্পনীতিতে কোথাও বলা নেই যে, শিল্প স্থাপনের ১৫ বছর পর রাষ্ট্রায়ত্ত করা হবে। ইসলামিক একাডেমি মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর সমিতির চাঁদপুরের নবনিযুক্ত গবর্নর আবদুল আওয়ালকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। উপস্থিত ছিলেন কুমিল্লার নবনিযুক্ত গবর্নর খোরশেদ আলম। তিনি তার ভাষণে গবর্নরদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী মোজাফফর আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষা কমিশন রিপোর্ট আগস্টের মাঝামাঝি প্রকাশ হবে। গবর্নরদের ক্লাস নেয়ার কথা থাকলেও তিনি তা নিতে পারেননি। তিনি সেখানে তার বক্তৃতার কপি পাঠিয়ে দেন। সৌদি আরব থেকে ফিরে অর্থমন্ত্রী এ.আর. মল্লিক বলেছেন, বাংলাদেশ ইসলামী উন্নয়ন ব্যাংকে বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করবে। বাংলাদেশ-ব্রিটেন মৈত্রী সমিতির এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী কোরবান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন। অনুষ্ঠানে ব্রিটেনের রাষ্ট্রদূত স্মলম্যান এবং সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী আবদুল মান্নান রোটারেক্ট ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল পরিদর্শন করেন। বঙ্গভবনে গবর্নরদের প্রশিক্ষণ ক্লাসে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি রোধ বঙ্গবন্ধুর ২য় বিপ্লবের মূল চারটি লক্ষ্যের একটি প্রধান লক্ষ্য। কৃষিমন্ত্রী আবদুস সামাদ আজাদ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এক অনুষ্ঠানে ভাষণ দেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইল সুং-এর বিশেষ দূত ইয়ং হিয়ন সপ পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। ইয়ং হিয়ন সপ বাকশাল নেতা জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি, মহিউদ্দিন আহমেদ, গাজী গোলাম মোস্তফা এবং শেখ আজিজের সঙ্গে সাক্ষাত করেন। ৩২ লাখ টাকার সুতা কেলেঙ্কারি ধরা পড়ে। বিটিআইসি এবং বিসিকের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। লেখক : শিক্ষাবিদ ও ইতিহাস গবেষক [email protected]
×