ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে পুরুষ ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ১৩:৫৩, ১ আগস্ট ২০২১

অলিম্পিকে পুরুষ ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ টোকিও অলিম্পিকে সুইমিং ইভেন্টের যুক্তরাষ্ট্র পুরুষ ১০০ মিটার মিডলে রিলের সোনা জিতেছে নিজেদেরই বিশ্বরেকর্ড ভেঙ্গে। টোকিওর অ্যাকুয়াটিস সেন্টারে রবিবার ৩ মিনিট ২৬ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালে ইতালির রোমে ৩ মিনিট ২৭ দশমিক ২৮ সেকেন্ড টাইমিং করে এ ইভেন্টে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিল তারা। এ ইভেন্টে অলিম্পিক রেকর্ডও নতুন করে গড়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে ৩ মিনিট ২৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল তারা। টোকিওতে এ ইভেন্টে ইউরোপিয়ান রেকর্ড টাইমিং (৩ মিনিট ২৭ দশমিক ৫১ সেকেন্ড) করে রুপা পেয়েছে গ্রেট ব্রিটেন। ৩ মিনিট ২৯ দশমিক ১৭ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছে ইতালি।
×