ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

প্রকাশিত: ১৩:১১, ১ আগস্ট ২০২১

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলায় কোন ভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রবিবার সিভিল সার্জনের প্রকাশিত তথ্যে বলা হয়, গত ২৪ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৬ জনের মৃত্যু ও নুতন করে ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩৩বছর বয়সী ও রাণীশংকৈলে ৪০বছর বয়সী দুইজন পুরুষ, পীরগঞ্জে ৪০বছর বয়সী একজন পুরুষ ও একজন মহিলা, হরিপুরে ৭৬বছর বয়সী একজন পুরুষ ও ৪৫বছর বয়সী একজন মহিলা। জেলায় করোনায় এপর্যন্ত মোট ১৭৬জনের মৃত্যু হলো। এছাড়া জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষা পর নতুন করে আরো ১০৭জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৭৫জন, পীরগঞ্জে ১১জন, রাণীশংকৈলে ৫জন, বালিয়াডাঙ্গীতে ৭জন ও হরিপুরে ৯জন। আক্রান্তের আনুপাতিক হার ৩৪দশমিক ৮৫ ভাগ। এপর্যন্ত মোট ৬,১৩৯জন শনাক্ত, ২৪ঘন্টায় ১০৫জন সুস্থ এবং মোট ৪,৪৮০জন সুস্থ হয়েছে।
×