ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মালামাল বোঝাই ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশিত: ১১:৪৫, ১ আগস্ট ২০২১

মাদারীপুরে মালামাল বোঝাই ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কে মাদারীপুর জেলার শিবচর হাজী শরীয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সেতুর টোল প্লাজার ৩ স্টাফসহ ৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪জন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় বরগুনা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৫-৬৭৮৭) বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক সাথে নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে কয়েকজন যাত্রী উঠায় ট্রাকটি। রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর জেলার শিবচর আড়িয়াল খা নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের রেলিং ভেঙ্গে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩০) ও চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, ভাঙ্গা, পা্চঁর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে সেতুর টোল প্লাজার স্টাফ নির্মল, সোহান ও পুলকের মৃত্যু হয় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (২৪) কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ৪ যাত্রীর পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছে। সেতুর টোল প্লাজার স্টাফ আনিস বলেন, ‘ট্রাকটি আমাদের টোল প্লাজার যেসব স্টাফ কাজ করে তাদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ট্রাকে পিষ্ট হয়ে আমাদের ৩ জন স্টাফ নির্মল, সোহান ও পুলক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গ উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যায়।’ শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শ্যামল কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
×