ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টোকিওতে প্রথম ডোপপাপী ওকাগবারে

প্রকাশিত: ২২:৩৯, ১ আগস্ট ২০২১

টোকিওতে প্রথম ডোপপাপী ওকাগবারে

স্পোর্টস রিপোর্টার ॥ হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বেসিং ওকাগবারে। কিন্তু শেষ পর্যন্ত ডোপ টেস্টে ধারা পড়ে গেলেন এই নাইজিরিয়ান স্প্রিন্টার। নিষিদ্ধ হরমোন নেয়ার কারণে টোকিও অলিম্পিক্স শেষ হয়ে গেছে ২০০৮ সালে বেইজিং অলিম্পিক্সে লংজাম্পে রুপা জয়ী এই এ্যাথলেটের। ডোপ টেস্টে ওকাগবারের পজিটিভ আসার কথা শনিবার এক বিবৃতিতে জানায় এ্যাথলেটিক্স ইনটিগ্রিটি ইউনিট (এআইইউ)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিট অনায়াসে পার হন তিনি। ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে হিট পেরিয়ে উঠেছিলেন সেমিফাইনালে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে এবং লংজাম্পে সোনা জয়ী এই এ্যাথলেটের টোকিওতে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেয়ার কথা ছিল। এআইইউ জানিয়েছে, গত ১৯ জুলাই করা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে ওকাগবারের এবং অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তাকে শনিবার জানানো হয়েছে। টোকিও চলতি আসরে এই প্রথম কোন এ্যাথলেটের ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার খবর এলো। টোকিও অলিম্পিক্সে নাইজিরিয়ান এ্যাথলেটিক্স দলের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। এর আগে দেশটির ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ১০ জন নিষিদ্ধ হয়েছিল।
×