ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কর্মস্থলমুখী ২ গার্মেন্টস কর্মী নিহত

প্রকাশিত: ২১:০৮, ৩১ জুলাই ২০২১

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কর্মস্থলমুখী ২ গার্মেন্টস কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কর্মস্থলমুখী দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ও দেওহাটাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল পাঁচটায় মহাসড়কের গোড়াই ক্যাডেট কলেজ এলাকায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মোটরসাইকেলে ছোট বোনকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন গার্মেন্টস কর্মী গোলাম হোসেন (৩০)। পেছন থেকে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান । গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভয়ামারী গ্রামের আতাউর রহমানের ছেলে। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের দেওহাটা নামক স্থানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। টাঙ্গাইলের মধুপুর থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে দেবরের সাথে ঢাকা যাচ্ছিলেন গার্মেন্টকর্মী নাজমা বেগম (২৮)। মহাসড়কের ওই স্থানে পৌঁছার পর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নাজমা বেগম নিহত হয়। সে মধুপুরের আকাশী গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক আদম আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
×