ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা রকি হত্যাকন্ডে জড়িত ৭ জন গ্রেফতার

প্রকাশিত: ১৯:২৩, ৩১ জুলাই ২০২১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা রকি হত্যাকন্ডে জড়িত ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়ায় চাঞ্চল্যকার আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি (৩৭) হত্যাকান্ডে জড়িত মূল অভিযুক্ত সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে র‍্যাব-১২ বগুড়া শহরতলি ফাঁপোর ও রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রামে দুইটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মূল অভিযুক্ত গাউসুল আজম(২৮), ফুয়াদ হাসান মানিক (২৯),মেহেদী হাসান (১৮),আলী হাসান (২৮), আরিফুর রহমান (২৮),ফজলে রাব্বি (৩০) ও আব্দুল আহাদ (২৭)। তাদের বাড়ি বগুড়া ও রংপুরে। র‍্যাব জানায় প্রথম তারা রংপুর থেকে এজাহারভুক্ত মেহেদী হাসান সহ ৫ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর মূল অভিযুক্তের সন্ধান পেয়ে আরও দুইজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিদেশী পিস্তল তিন রাউন্ড গুলি একটি ম্যাগজিন ও বিদেশী চাপাতি উদ্ধার করা হয়। উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ফাঁপোর এলাকার আওয়ামী লীগ নেতা রকিকে কুপিয়ে হত্যা করা হয়। রকি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি নির্বাচিত হলে এলাকায় মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে এমন আশঙ্কায় তাকে হত্যার জন্য কিলিং মিশনে অভিযুক্তদের ভাড়া করা হয়। বিষয়টি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র‍্যাব-১২।
×