ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে জুলাই মাসে রেকর্ড রোড স্ল্যাব বসানো হয়েছে

প্রকাশিত: ১৯:১৪, ৩১ জুলাই ২০২১

পদ্মা সেতুতে জুলাই মাসে রেকর্ড রোড স্ল্যাব বসানো হয়েছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর রোড স্ল্যাব বসানোর ক্ষেত্রে জুলাই মাসে রেকর্ড হয়েছে। ইতোমধ্যেই ২৮৩১টি রোড স্ল্যাব বসে গেছে। তাই সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণ শেষ পর্যায়ে এখন। বাংলাদেশের অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুর দ্বার খুলে যাওয়ার দরজায় কড়া নাড়ছে। তাই খুশি পদ্মা পাড়েরর মানুষ। সেতুর রোড স্ল্যাব বসছে রাত দিন। দেশি বিদেশি কর্মীরা তিন সিফটে ব্যস্ত সময় পার করছেন। এক দিনে ৬টি স্ল্যাবও বসছে এখন। প্রতিটি স্প্যানে গড়ে বসছে প্রায় ৭২টি। সেতুর ডিজাইন অনুযায়ী কার্ব থাকার কারণে প্রতিটি স্ল্যাবই ভিন্ন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানানভাড়ি ভাড়ি যন্ত্র ব্যবহারে প্রায় ২২ মিটার দীর্ঘ, ২ দশমিক এক শূণ্য মিটার চওড়া এবং ৮৪ মিটার ওজনের স্ল্যাবগুলো স্থাপনে এখন বেশ পারদর্শী কর্মীরা। স্ল্যাবগুলো মান সম্মতভাবে দ্রুত স্থাপনে খুশি কর্মীরা। বিশ্বের অদ্বীতীয় পদ্মা সেতুতে কাজ চলছে এখন শেষ পর্যায়ের। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মূল সেতুর অগ্রগতি সাড়ে ৯৪ শতাংশ। পদ্মা সেতুর সড়ক পথে জুলাই মাসে ১১০ স্ল্যাব বসিয়ে রেকর্ড করা হয়েছে। বাকী মাত্র ৮৬ স্ল্যাব বসানোর মধ্য দিয়েই পদ্মা সেতুর সুপার স্ট্রাকচার সম্পন্ন হতে যাচ্ছে।
×