ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ ফারুকীর ‘পজিটিভ’, তিশার ‘নেগেটিভ’

প্রকাশিত: ১৮:৫৭, ৩১ জুলাই ২০২১

করোনা ভাইরাস ॥ ফারুকীর ‘পজিটিভ’, তিশার ‘নেগেটিভ’

অনলাইন ডেস্ক ॥ টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হলেন চলচ্চিত্র, টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী; তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। শনিবার সকালে তিশা জানান, শুক্রবার দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মোস্তফা সরয়ার ফারুকীর রিপোর্ট ‘পজিটিভ’ ও তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। তিশা বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক কোনো জটিলতা নেই। সবকিছু ঠিকঠাকই আছে। আলহামদুলিল্লাহ। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় রয়েছেন টেলিভিশন’, ‘ডুব’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী; ২৬ জুলাই করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিনি। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’; সিরিজটির প্রযোজনা করেছেন তিশা। ২০১০ সালে ১৬ জুলাই সংসার জীবন শুরু করেন তারা; ‘টেলিভিশন’, ‘ডুব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এ তারকা জুটি।
×