ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেজেট বাতিলের দাবিতে পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ১৬:৫২, ৩১ জুলাই ২০২১

গেজেট বাতিলের দাবিতে পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও/ সংবাদদাতা, পীরগঞ্জ ॥ শনিবার সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা ও পীরগঞ্জ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। রঘুনাথপুর মহল্লার শহীদ মুক্তিযোদ্ধা ডাঃ মনির উদ্দীন চৌধুরী ও তার নিহত কন্যা সুফিয়া বেগম এর বীরাঙ্গনা গেজেট বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। জানা গেছে গত ১৪/০৩/২০২১ইং তারিখ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা’র ৭৩ তম সভায় পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর মহল্লার ডাঃ মনির উদ্দীন চৌধুরী কে মরনোত্তর শহীদ মুক্তিযোদ্ধা এবং তার প্রয়াত কন্যা সুফিয়া বেগম কে বীরাঙ্গনা হিসেবে গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি ডাঃ মনির উদ্দীন চৌধুরী কে শহীদ মুক্তিযোদ্ধা ও তার কন্যা সুফিয়া বেগম কে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় তাদের নামে গেজেট প্রকাশ করেন। উক্ত গেজেট বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইব্রাহিম খান, কমরেড নুরুজ্জামান প্রমুখ। এ ব্যাপারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী জানান ডাঃ মনির উদ্দীন ও তার কন্যা সুফিয়া বেগম তারা প্রকৃত শহীদ পরিবার। অপর দিকে শহীদ ডাঃ মনির উদ্দীন চৌধুরী এর পুত্র সামস্ উদ্দিন চৌধুরী জানান, আমার বাবা শহীদ ডাঃ মনির উদ্দীন চৌধুরী স্বাধীনতার স্বপক্ষের মানুষ ছিলেন। ১৯৭১ সালে ৩ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তার দোষরা আমার পিতাকে নির্মম ভাবে হত্যা করে। এছাড়া সাংবাদিক সম্মেলনের চিঠি ইস্যুকারী মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইব্রাহিম খান আমার বোন সুফিয়া বেগম কে ওই সময় ধর্ষণ করে হত্যা করে। আমার পরিবার তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালে মামলা করেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। ইব্রাহিম খানের মাসিক সম্মানী ভাতা বন্ধ করা হয়েছে। তিনি ঈশ্বানিত হয়ে আমার পিতা ও বোনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইব্রাহিম খান জানান, ডাঃ মনির উদ্দীন চৌধুরী কে শহীদ মুক্তিযোদ্ধা ও তার কন্যা সুফিয়া বেগম বীরাঙ্গনা নয়। গেজেট বাতিল করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে।
×