ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ০০:৪৪, ৩১ জুলাই ২০২১

ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বক্তব্যের খ-চিত্র বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোঃ শফিকুল ইসলাম ওরফে শাফী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শুক্রবার সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ বলা হয়, সাইবার পেট্রোলিংয়ে পাওয়া যায় বেশ কিছুদিন ধরে শান্তির আহ্বান নামক একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে হাদিস অস্বীকার ও অপব্যাখ্যা করে ধর্ম অবমাননাকর ভিডিও শেয়ার করা হচ্ছিল। গভীর পর্যালোচনায় সেই চ্যানেলে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দেয়া বক্তব্যের খন্ডচিত্র বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে ধর্মীয় উস্কানি দেয়া হচ্ছিল।
×