ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণখোলায় প্রতিপক্ষের লাথিতে দিনমজুর নিহত

প্রকাশিত: ২৩:৪৩, ৩১ জুলাই ২০২১

শরণখোলায় প্রতিপক্ষের লাথিতে দিনমজুর নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লাথিতে মুনসুর হাওলাদার (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে ময়নাতদন্ত শেষে শুক্রবার (৩০ জুলাই) বিকেলে লাশ শরণখোলায় নিয়ে আসার পর তার স্ত্রী শিউলি বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যে খোন্তাকাটা গ্রামের সোমেদ হাওলাদারের ছেলে দিনমজুর মুনসুর হাওলাদার তার চাচা আলমগীর হোসেনের বাড়ি ও গাছপালা রক্ষণাবেক্ষণ করতেন। গত ২৭ জুলাই দুপুরে একটি নারিকেল গাছ থেকে না বলে কয়েকটি ডাব পারেন একই গ্রামের সমশের হাওলাদারের পুত্র শহিদুল হাওলাদার (৩৭)। এ সময় মুনসুর ডাব পাড়ার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে শহিদুল মুনসুরকে লাথি মারলে তিনি অচেতন হয়ে যান। শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার হয়েছে। হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লিমন মোল্লা (১০) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) গভীররাতে উপজেলার দোনা গ্রামে বাড়ির পাশের একটি বাগান থেকে লিমনের লাশ উদ্ধার করে তার পরিবার। নিহত লিমন দোনা গ্রামের চাল ব্যবসায়ী ইমন মোল্লার ছেলে।
×