ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ছাত্রলীগের পাঁচ নেতা বহিষ্কার

প্রকাশিত: ২৩:৩৯, ৩১ জুলাই ২০২১

নওগাঁয় ছাত্রলীগের পাঁচ নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুলাই ॥ নওগাঁয় সংগঠনের আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধ কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। উপযুক্ত কারণসহ লিখিতভাবে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বহিষ্কারের এ বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃত পাঁচ ছাত্রলীগ নেতারা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শীতল খান, নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রহমান আরমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হুজাইফা তানভির, উপ-প্রচার সম্পাদক আব্দুল সিফাত সাদিক (১৬) ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি। এদের মধ্যে শীতল খাঁনকে একটি হত্যাকান্ডের সঙ্গে এবং অপর চার জন প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীকে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
×