ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলাচলের পথ বন্ধ করে দেয়ায় মারধর, লুটের অভিযোগ

প্রকাশিত: ২৩:৩৮, ৩১ জুলাই ২০২১

চলাচলের পথ বন্ধ করে দেয়ায় মারধর, লুটের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ জুলাই ॥ চলাচলের পথ বন্ধ করে দেয়ায় প্রতিবেশী জালাল খাঁন ও তার লোকজন খলিল গাজী ও তার পরিবারের ছয় সদস্যকে বেধড়ক মারধর, ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা কর্তন, ঘরের মালামাল ও পুকুরের মাছ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছয়জনকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে বরগুনার আমতলী উপজেলার পুর্ব কুকুয়া গ্রামে। আহত খলিল গাজী বলেন, আমার জমির ওপর দিয়ে জালাল খান জোরপূর্বক তার বাড়ির দরজা নিয়েছে। এতে আমি বাধা দিলে জালাল খান, জনি, বশির ও বেল্লালসহ ১৫/২০ সন্ত্রাসী আমার পরিবারের ছয়জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। তিনি আরও বলেন, তারা আমার বাড়ির বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ কেটে ফেলেছে, ঘরের মালামাল ও পুকুরের মাছ লুট করেছে। আমি এ ঘটনার বিচার চাই। অভিযুক্ত জালাল খাঁন ঘর ও পুকুরের মাছ লুটের কথা অস্বীকার করে বলেন, আমার চলাচলের দরজা বন্ধ করে দেয়ায় সামান্য মারধরের ঘটনা ঘটেছে।
×