ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের বিব্রতকর এক সিরিজে শ্রীলঙ্কার হাসি

প্রকাশিত: ২২:৫৩, ৩১ জুলাই ২০২১

ভারতের বিব্রতকর এক সিরিজে শ্রীলঙ্কার হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় কি বিদঘুটে আর বিব্রতকর এক সফরই না শেষ করল ভারত। প্রথমে করোনার কারণে ১৩ জুলাইর পরিবর্তে ১৮ তারিখ শুরু হয় মাঠের লড়াই। দ্বিতীয় সারির দল নিয়েও ওয়ানডেতে স্বাগতিকদের ২-১এ হারিয়ে শুরু করে শিখর ধাওয়ানবাহিনী। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়া তাদের ওই সাফল্য ছিল রোমাঞ্চকর। প্রথম টি২০তে জয় ৩৮ রানে। এরপরই ফের বিপত্তি। ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হলে পাঁচ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। শেষ দুই ম্যাচে পূর্ণ ব্যাটিংলাইনও খুঁজে পায়নি সফরকারীরা। ফল : ৪ ও ৭ উইকেটের হারে ২-১এ সিরিজ হাত ছাড়া। শেষ ম্যাচে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৮১ রান। ঋতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, দেবদূত পাডিক্কাল, সাঞ্জু স্যামসন ও নীতিশ রানা- এ ছিল ব্যাটিং লাইন, ছয় নম্বরে নামতে হয় ভুবনেশ্বর কুমারকে। ১১ জনের মধ্যে ছয়জনই বোলার। সিরিজ নির্ধারণী শেষ টি২০তে পাঁচ ব্যাটসম্যানের রান ১৪, ০, ৯, ০ ও ৬। এরপর আর কি-ই বা থাকে। ভুবনেশ্বর (১৬) ও কুলদীপ যাদবের (২৩*) দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান করে সফরকারীরা। নিজেদের টি২০ ইতিহাসে ভারতের এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। পরে ১৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। ২৪তম জন্মদিনে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জন্মদিনে কোন ক্রিকেটারের এটিই সেরা বোলিংয়ের রেকর্ড। একঝাঁক নবীন ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমানো ভারত করোনায় আরও দিশেহারা হয়ে পড়ে। তিন টি২০তে মোট ১৯ জনের অভিষেক হয়, অস্ট্রেলিয়া (বনাম ভারত, ২০১৬) ও রোমানিয়ার (বনাম বুলগেরিয়া, ২০২০) সঙ্গে যা যৌথ-রেকর্ড। ২০০৮ সালের পর দীর্ঘ ১৩ বছর দ্বিপক্ষীয় কোন সিরিজে ভারতকে হারাল লঙ্কানরা। ২০১৯ সালের পর তাদের প্রথম কোন সিরিজ জয়। আর টানা আট সিরিজ অপরাজিত থাকার পর হারল ভারত।
×