ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৯ বছর পর সোনালি হাসি কানাডার

প্রকাশিত: ২২:৫২, ৩১ জুলাই ২০২১

২৯ বছর পর সোনালি হাসি কানাডার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। রোয়িংয়ে মেয়েদের দলগত (আটজন) ইভেন্টে স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছে কানাডা। টোকিও অলিম্পিকের সপ্তমদিনে শুক্রবার সকালে নিউজিল্যান্ড এবং চীনকে পেছনে ফেলে স্বপ্নের অলিম্পিক জয়ের রেকর্ড গড়েন তারা। স্বর্ণপদক জিততে এদিন কানাডার মেয়েরা সময় নিয়েছে ৫ মিনিট ৫৯.১৩ সেকেন্ড। আর তাতেই ইতিহাস গড়েন লিসা-রোপার-কিটরা। ২৯ বছরের মধ্যে প্রথমবার এই ইভেন্টে সোনার হাসি হাসে তারা। এর আগে এই ইভেন্টে কানাডার মেয়েরা সর্বশেষ স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিল ১৯৯২ সালে বার্সিলোনা অলিম্পিকে। দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও সেই সোনা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে দেশটি। টোকিও অলিম্পিকে এটা কানাডার তৃতীয় স্বর্ণ। শুক্রবার পর্যন্ত তাদের মোট পদক সংখ্যা ১১টি। বাকি তিনটি রুপা এবং পাঁচটি ব্রোঞ্জ। রোয়িংয়ের দলগত ইভেন্টে এবার ৬ মিনিট ০০.৪ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে রুপা জিতেছে নিউজিল্যান্ডের মেয়েরা। ৬ মিনিট ০১. ২১ সেকেন্ডে সমাপ্তি রেখায় পৌঁছে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছে চীনের মেয়েরা। ছেলেদের এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছে নিউজিল্যান্ড। মাঝপথে এগিয়ে যাওয়া নিউজিল্যান্ড লিড ধরে রেখে জার্মানি আর গ্রেট ব্রিটেনকে পেছনে ফেলেছে। সোনার হাসি হাসতে তারা সময় নিয়েছে ৫ মিনিট ২৪.৬৪ সেকেন্ড। জার্মানি দ্বিতীয় হয়ে রুপা আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে গ্রেট ব্রিটেনকে। এদিকে ছেলেদের একক স্কালে অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন গ্রিসের স্টেফানোস এনতুস্কোস। তিনি সময় নিয়েছেন ৬ মিনিট ৪০.৪৫ সেকেন্ড। রোয়িংয়ে সোনা জেতা প্রথম গ্রিক এ্যাথলেট এখন তিনি। নরওয়ের কিয়েতিল বোর্চ রুপা আর ক্রোয়েশিয়ার দামির মার্টিন ব্রোঞ্জ পেয়েছেন। মেয়েদের একক স্কালে সোনা জিতেছেন এমা টুইগ। ব্যক্তিগত চতুর্থ অলিম্পিকে এসে বহুল কাক্সিক্ষত লক্ষ্য স্পর্শ করতে সমর্থ হয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা। মেয়েদের একক স্কালে ৭ মিনিট ১৩.৯৭ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকের গত দুই আসরে অপ্রত্যাশিতভাবে চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিলেন টুইগ। এই ইভেন্টে আরওসির হান্না প্রাকাতসেন দ্বিতীয় আর অস্ট্রিয়ার লবনিগ ম্যাগদালেনা তৃতীয় হয়েছেন।
×