ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডারের এক বছর পার ॥ ২ আসামি আজও গ্রেফতার হয়নি

প্রকাশিত: ১৯:০৬, ৩০ জুলাই ২০২১

মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডারের এক বছর পার ॥ ২ আসামি আজও গ্রেফতার হয়নি

সংবাদদাত, মঠবাড়িয়া (পিরোজপুর) ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটোচালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের তিন বছরের একমাত্র মেয়ে আশফিয়া হত্যার আজ এক বছর পার হয়েছে। বছর পার হলেও পলাতক দুই আসামি এখনো গ্রেফতার না হওয়ায় মামলার বাদী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে উপজেলার ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল, তার স্ত্রী ও মেয়েকে ঘরে ঢুকে হত্যা করেছেন আরেক অটোচালক অলি বিশ্বাস ও তার তিন সহযোগী। হত্যাকান্ডের পর আয়নালের ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান অলি ও তার সহযোগীরা। হত্যাকান্ডে পরের দিন আয়নালের শ্বশুর আবুল কালাম সরদার অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ক্লুবিহীন এ ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে যৌথভাবে মাঠে নামে ডিবি, পিবিআই ও সিআইডিসহ পুলিশের পাঁচটি বিভাগ। ঘটনার ৯ দিন পর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রহস্য উদঘাটন করে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগ। থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত বছরের ৮ আগস্ট রাতে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড অলি বিশ্বাসকে (৩৮) সাফা এলাকা থেকে গ্রেফতার করেন। এরপর অলির দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী রাকিবকেও (২০) ওই রাতে ধানীসাফা গ্রামের বসত বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অলি উপজেলার ধানীসাফা গ্রামের মৃত তুজাম্বর আলীর বিশ্বাসের ছেলে এবং অপর আসামি রাকিব একই গ্রামের কাওসার বেপারীর ছেলে। গ্রেফতারকৃতরা আদালতের কাছে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ও অপর দুই আসামীর নাম প্রকাশ করে। পুলিশ গ্রেফতারের স্বার্থে পলাতক দুই আসামীর নাম প্রকাশ করেনি। মামলার বাদি আবুল কালাম সরদার তার মেয়ে, জামাই ও একমাত্র নাতনীর হত্যকারী দুই জনকে ওই সময় পুলিশ গ্রেফতার করতে পারলেও একবছরে বাকি দুই আসামি গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। হত্যা কান্ডের এক বছরের মাথায় নবাগত পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ^াস দেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, পলাতক দুই আসামিকে গ্রেফতার করতে পুলিশ জোর তৎপরতা চালমান রয়েছে।
×