ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে শিশু, চিকিৎসকসহ করোনায় ৯৬ জন শনাক্ত

প্রকাশিত: ১৪:৩৭, ৩০ জুলাই ২০২১

নীলফামারীতে শিশু, চিকিৎসকসহ করোনায় ৯৬ জন শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ১ জন চীনা নাগরিক, সৈয়দপুর উপজেলার ৮ বছরের শিশু, ১ জন চিকিৎসক, একই পরিবারের ৪ জন, ডোমার উপজেলার ১১ ও ১৬ বছরের দুই বোন, জলঢাকা উপজেলার একই পরিবারের ২ জন করোনা পজেটিভ হয়েছে। আজ শুক্রবার নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় ৪৭২ নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা পজিটিভ হয়েছে। সংক্রমনে জেলার গড় হার ২০.৩৪ শতাংশ। পাশাপাশি সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬১৯ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৬ জন, নিজবাড়িতে ১৯১, সৈয়দপুর হাসপাতালে ১৫ জন, নিজবাড়িতে ২০৭, ডোমার উপজেলায় নিজবাড়িতে ৪৪, ডিমলা উপজেলার নিজবাড়িতে ৮, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে ৬২ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ৪১ জন ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৫ জন। সুত্র মতে করোনার শুরু থেকে নীলফামারী জেলায় ৬৬ জন। এরমধ্যে চলতি জুলাই মাসের গত ২৭ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩১ জন মৃত্যুবরণ করেছে।
×