ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ১৩:৪০, ৩০ জুলাই ২০২১

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। আজ শুক্রবার সকালে পুটিয়া গ্রামে এ সংঘর্ষ ও হতা-হতের ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের হোসেন মোল্লা পুটিয়া গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এশার নামাজে একজন আকামত দেন। ওই মসজিদে নির্ধারিত মোয়াজ্জিন থাকা সত্বেও কেন অন্য ব্যক্তি আকামত দিলেন এনিয়ে জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। তারই জের ধরে আজ শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল ভেলা লাঠি সোঠা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোদাচ্ছের মোল্লাসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছের মোল্লাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুটিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষিদের গ্রেফতার জন্য পুলিশী অভিযান চলছে বলে ওসি জানান।
×