ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অলিম্পিকে জিমন্যাস্টিকসে সোনার পদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের সুনিসা লি

প্রকাশিত: ১৩:৩৫, ৩০ জুলাই ২০২১

অলিম্পিকে জিমন্যাস্টিকসে সোনার পদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের সুনিসা লি

অনলাইন ডেস্ক ॥ অলিম্পিকে জিমন্যাস্টিকসে সোনার পদক পেয়েছেন যুক্তরাষ্ট্রেই সুনিসা লি। বৃহস্পতিবার আরিয়াকে জিমন্যাস্টিকস সেন্টারের সামনের সারিতে বসে ৫৭.৪৩৩ পয়েন্ট গড়ে লিকে সোনা জিততে দেখেন মানসিক স্বাস্থ্যের কারণে সরে দাঁড়ান বাইলস। তার উত্তরসুরি হিসেবে প্রত্যাশার চেয়ে বেশিই দিয়েছেন ১৮ বছর বয়সী সুনিসা। রিও দে জেনেইরো অলিম্পিকসে চারটি সোনা জেতা এই তারকা টোকিওতে টিম ইভেন্টে হতাশ করার পর অল-অ্যারাউন্ড ইভেন্ট থেকেও সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের টিম ইভেন্টের মুকুটও চলে যায় রাশিয়ার কাছে। এই ইভেন্টে রুপার পদক জিতেছেন ২২ বছর বয়সী রেবেকা আন্দ্রাদে। তার হাত ধরেই মেয়েদের জিমন্যাস্টিকসে প্রথম পদক পেল ব্রাজিল। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) হয়ে ব্রোঞ্জ জিতেছেন আঞ্জেলিনা মেলনিকোভা। ২০১৩ সাল থেকে অংশ নেওয়া প্রতিটি অল-অ্যারাউন্ড প্রতিযোগিতায় জিতেছেন বাইলস। গত মঙ্গলবার দলগত ইভেন্টে ভল্টে বাজে পারফরম্যান্স করে ছিটকে পড়ার পর ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
×