ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৬, ৩০ জুলাই ২০২১

রামেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ছয়জন, নাটোর ও নওগাঁর তিনজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর দুজন এবং নাটোরের একজন মিলে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন নাটোরের আরেকজন। অন্য পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃত ১৩ জনের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ছিলেন। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাইয়ে মোট ৫২২ জনের মৃত্যু হলো। গত জুন মাসে এখানে মারা গেছেন ৪০৫ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩ টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৫ জন। ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮৯ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭৪ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৬২ জন রোগী। শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটে রাজশাহীর ১৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন, নাটোরের ৬৮ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৭৬ জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার দুজন এবং সিরাজগঞ্জের একজন করে রোগী ভর্তি ছিলেন। এদিকে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, র্যা পিড অ্যান্টিজেন টেস্ট ও আরটি-পিসিআর মিলে বৃহস্পতিবার রাজশাহীতে এক হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২১ দশমিক ৩৪ শতাংশ। আর শুধু পিসিআর ল্যাবে সংক্রমণের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।
×