ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০১:১০, ৩০ জুলাই ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ও নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিস ৪ ঘণ্টা বন্ধের পর বিকেল ৪টায় সীমিত আকারে চলাচল ফের শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর ও পদ্মা নদীতে ১ নম্বর বিপদ সঙ্কেত থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। প্রচন্ড বাতাসে শিমুলিয়া বন্দরের ৪টি ঘাটের ২টির পন্টুন সরে যায়। এতে ২ ও ৪ নম্বর ঘাটের রেম সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঐ ঘাট দুটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। অলস ফেরি নোঙ্গরে রাখায় ১ নম্বর ঘাট ব্যবহার হচ্ছে না। সকাল থেকে শুধু ৩ নম্বর ঘাট ব্যবহার করে সীমিত ফেরি চলাচল করছিল। পরে দুপুর ১২ টায় এই রুটে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে বিকেল ৪টায় সীমিত আকারে আবার ফেরি চলাচল শুরু করা হয়। ঘাটে জরুরী ও পণ্যবাহী যানবাহন ছাড়াও শত শত মানুষ ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। মাদারীপুর ॥ লকডাউনের ৭ম দিনেও বৃহস্পতিবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে আসা যাত্রীদের চাপও রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলার এবং মোটরসাইকেলে চেপে সাধারণ যাত্রী ঘাটে আসছেন। এরপর ফেরিতে উঠতে আর বাধা থাকছে না। এদিকে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় ৫শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
×