ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিংকডইন সেবা বন্ধ কাজাকিস্তানে

প্রকাশিত: ১৬:৫১, ২৯ জুলাই ২০২১

লিংকডইন সেবা বন্ধ কাজাকিস্তানে

অনলাইন ডেস্ক ॥ প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট মালিকানাধীন প্রফেশনাল প্ল্যাটফর্ম লিংকডইনকে ব্লক করেছে কাজাকিস্তান। অনলাইন ক্যাসিনো বিজ্ঞাপন ও ভুয়া অ্যাকাউন্ট থাকার অভিযোগে মধ্য এশিয়ার দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে। দেশটির তথ্য ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইতঃপূর্বে বেশকিছু প্রশ্নবিদ্ধ কনটেন্ট ও অ্যাকাউন্ট সরানোর অনুরোধ করা হয়েছিল লিংকডইনকে, তবে সেটি না করায় ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমটি অভিযোগগুলো নিষ্পত্তি করে, তাহলে পুনরায় কাজাকিস্তানে লিংকডইন চালু করা হবে। কাজাকিস্তানে অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন প্রকাশ নিষিদ্ধ। এ বিষয়ে লিংকডইন জানিয়েছে, সরকার যে অভিযোগ তুলেছে সেটি বিবেচনা করা হচ্ছে। জুয়া সম্পর্কিত বিজ্ঞাপন ও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে আমাদের কঠোর নীতিমালা রয়েছে। আমরা বিষয়টির তদন্ত করছি। ইউক্রেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লিংক-প্রোমোর তথ্যমতে, বর্তমানে কাজাকিস্তানে সাত লাখ ২০ হাজার লিংকডইন ব্যবহারকারী রয়েছে।
×