ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

প্রকাশিত: ১১:৪২, ২৯ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলায় করোনায় নমুনা পরীক্ষা বেড়েছে তবে উঠানামা করছে মৃতের সংখ্যা ও শনাক্তের হার। জেলায় ২৪ ঘন্টয় করোনায় আরো তিন জনের মৃত্যু এবং নুতন করে আরো ৮০ জেনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত তথ্যে উল্লেখ্য হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ঘন্টায় মৃত তিনজনের মধ্যে সদর উপজেলায় ৬০ ও ৩২বছর বয়সী দুইজন পুরুষ ও রাণীশংকৈলে ৪৮বছর বয়সী এক মহিলা রোগী। জেলায় করোনায় এপর্যন্ত মোট ১৬৮জনের মৃত্যু হলো। এছাড়া ২৩৪’জনের নমুনা পরীক্ষা পর জেলায় নুতন করে আরো ৮০জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৫৪জন, পীরগঞ্জে ১১জন, রাণীশংকৈলে ৭জন, বালিয়াডাঙ্গীতে ২জন ও হরিপুরে ৬জন। আক্রান্তের আনুপাতিক হার ৩৪দশমিক ১৯ ভাগ। মোট শনাক্ত ৫,৮৯৬জন, ২৪ঘন্টায় সুস্থ ১১৯জন, মোট সুস্থ ৪,৩৩১জন। এদিকে জেলায় করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় তাদের চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে ২৫০শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে করোনা ইউনিট ও আইসোলেশন ওয়ার্ড -এর জন্য দুইশ’ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগীর চাপ এবং অভিজ্ঞ-দক্ষ চিকিৎসক, নার্সসহ কর্মী সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে সকলকে হিমশিম খেতে দেখা গেছে। এমতাবস্থায় সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারি নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি করোনায় আতংক নয়, সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
×