ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় চলছে অবাধে মাছ শিকার

প্রকাশিত: ১১:৩৬, ২৯ জুলাই ২০২১

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় চলছে অবাধে মাছ শিকার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় এখন অবাধে মাছ শিকার চলছে। হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌপুলিশ সজাগ থাকলেও মৎস্য শিকারীরা তাদের মাছ শিকার দিব্যি চালিয়ে যাচ্ছে। ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর নাসির মুহাম্মাদের ঘাট থেকে নাজিরহাট পৌর এলাকা, রোসাংগিরী, সমিতিরহাট অংশে ,হাটহাজারী উপজেলার নাজিরহাট পুরাতন হালদা সেতুর পশ্চিম পাশ থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত মৎস্য শিকারীরা বড়শী দিয়ে বড় বড় মাছ শিকার করে কতিপয় চিহ্নিত ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। হালদায় মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ কার্যত নির্বিকার হওয়ায় মৎস্য শিকারীদের তৎপরতা আরো বেড়ে যাচ্ছে। এদিকে, হালদার নিরাপত্তার এখানে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও ফটিকছড়ি ও নাজিরহাট অংশে তাদের কর্মতৎপরতা চোখে পড়ছেনা বলে এলাকাবাসী অভিযোগ করেছে। মঙ্গলবার অপরাহৃ আড়াইটার সময় নাজিরহাট পুরাতন সেতুর পশ্চিম পাশ এলাকায় বিশাল দুইটি আঁইর মাছ শিকারীদের বড়শীতে ধরা পরার সময় শতাধিক উৎসুক জনতা ঐ সেতু থেকে মাছ শিকারের দৃশ্যটি অবলোকন করতে দেখা যায়। বুধবারেও অনুরুপ মাছ ধরা হয়। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানকে অবহিত করা হয়েছে। অপরদিকে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম জনকন্ঠকে জানান, হালদার মাছ, ডলফিন ও জীব-বৈচিত্র্য রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রশাসন প্রস্তুত। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
×