ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আজ আসছে অসিরা

প্রকাশিত: ২৩:২৬, ২৯ জুলাই ২০২১

বাংলাদেশে আজ আসছে অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজ বিকেলে বাংলাদেশে পৌঁছবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার বারবাডোজ থেকে বিশেষ বিমানে রওনা দিয়েছে দলটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ ম্যাচের টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশে আসছে অসিরা। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে ২ টেস্ট খেলে দীর্ঘ ৪ বছর পর এবার ক্ষুদ্রতম ফরমেটের টি২০ সিরিজ খেলতে আসছে তারা। নিয়মিত অধিনায়ক এ্যারন ফিঞ্চ ইনজুরির কারণে নেই। এমনকি নেই ৩ অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও গেøন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে নেতৃত্ব কে দেবেন সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। বাংলাদেশে পৌঁছে ৩ দিন হোটেল কোয়ারেন্টাইন শেষে ২ দিন অনুশীলন করতে পারবে অসিরা। এরপর ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫ টি২০ ম্যাচ। ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় স্বাস্থ্যবিধিতে বেশ কড়াকড়ি থাকবে এ সিরিজে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যে কঠোর বিধিনিষেধের প্রস্তাবনা দিয়েছে তা মানতে উঠেপড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবারই প্রথম টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল। অসিরা নিয়মিত অধিনায়ক ফিঞ্চকে হারিয়েছে ইনজুরির কারণে। বাংলাদেশের বিপক্ষে তাই নেতৃত্ব দিতে পারেন সহঅধিনায়ক ম্যাথু ওয়েড। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান এ্যালেক্স ক্যারি নেতৃত্ব দিয়ে প্রশংসিত হয়েছেন। কোচ জাস্টিন ল্যাঙ্গারও তার ওপর সন্তুষ্ট। শেষ পর্যন্ত নেতৃত্ব তিনিও দিতে পারেন। নিয়মিত অনেক ক্রিকেটার নেই দলটিতে। অন্যতম মারকুটে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল এবং নির্ভরযোগ্য স্মিথ, ওয়ার্নার নেই। দলটি ক্যারিবীয়দের কাছে টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে। বাংলাদেশে একেবারেই ভিন্ন কন্ডিশন ও আলাদা আচরণের উইকেটে খেলতে হবে তাদের। সেজন্য প্রস্তুতি নেয়ার সুযোগ মাত্র ২ দিন। ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে ১ ও ২ আগস্ট অনুশীলন আছে। এরপর কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে ৩ আগস্ট থেকে নামবে সিরিজ খেলতে। সিরিজ চলার সময় এমনকি মাঠে থাকবে না কোন টিভি ক্যামেরা বা ফটোগ্রাফার। গ্রাউন্ডসম্যানরাও ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে মাঠের বাইরে যাবেন, বৃষ্টি নামলে বা মাঠ পরিচর্যা করতে হলে ক্রিকেটাররা মাঠ ছাড়ার পরই তারা ঢুকতে পারবেন। চারবার দু’দল টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে, সবই বিশ্বকাপে। ২০০৭ বিশ্বকাপে কেপটাউনে ৯ উইকেটে, ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে ২৭ রানে, ২০১৪ বিশ্বকাপে মিরপুরে ৭ উইকেটে ও ২০১৬ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এবারই প্রথম হতে যাচ্ছে দু’দলের দ্বিপাক্ষিক টি২০ সিরিজ।
×