ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১৬:৫০, ২৮ জুলাই ২০২১

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী আটক

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রাম হতে তাদেরকে আটক করা হয়। জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আতাহার এলাকার জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় ২০ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তবে বর্তমানে জামায়াতের কমিটি না থাকায় তারা কোন পদে নেই।
×