ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ২১ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪:১৮, ২৮ জুলাই ২০২১

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ২১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ৩টি হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩ জন মারা যান। অপর দিকে নমুনা পরীক্ষার তুলনায় জেলায় সংক্রমনের হার কিছুটা কমেছে। নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০৬ জন। বগুড়ার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৬ জনের বাড়ি বগুড়ায় এবং অন্য দু’জনের বাড়ি সিরাজগঞ্জ ও লালমনিরহাটে। করোনা আক্রান্ত হয়ে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ২ জন এবং বেসরকারী টিএমএসএস হাসপাতালে ১ জন মারা যান। আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন এবং করোনা ডেডিকেটেড মোহাম্মাদ আলী হাসপাতালে ৯ জন মারা যান। গত ২৪ ঘন্টায় জেলায় ৪৯৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ২১ দশমিক ৪৫।
×