ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীমান্তে অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত

প্রকাশিত: ০০:৫৬, ২৮ জুলাই ২০২১

সীমান্তে অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্রের সঙ্গে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে। মঙ্গলবার দিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। বৈঠকে আদিত্য মিশ্র বাংলাদেশের হাইকমিশনারকে তার সংস্থার কার্যক্রম এবং বাংলাদেশ সীমান্তের ভারতীয় অংশের স্থলবন্দর ও চেকপোস্টগুলোর কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, ইমিগ্রেশন, শুল্ক এবং সীমান্ত নিরাপত্তারক্ষীদের সকল বিভাগ এক ছাদের নিচে একযোগে কাজ করে। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমন্বয়কারী সংস্থা। বৈঠকে হাইকমিশনার মুহম্মদ ইমরান সম্প্রতি চেকপোস্টগুলোর পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশই সীমান্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে। তিনি যাত্রী চলাচল ও পণ্য আমদানি-রফতানির সুবিধার্থে উভয় দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষায় জোর দেন। -বাংলানিউজ
×