ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে সেনা অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৮, ২৮ জুলাই ২০২১

কাপ্তাইয়ে সেনা অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাঙ্গামাটির কাপ্তাই জোনের ভালুকিয়াপাড়া ও হরিণছড়া এলাকায় পরিচালিত পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতির (জেএসএস) চাঁদা সংগ্রহকারী হিসেবে চিহ্নিত। সেনাবাহিনীর বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে গত দু’দিনে এ অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, রাঙ্গামাটি ৭ আরই ব্যাটালিয়নের আওতাধীন হরিণছড়া থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয় সনাধন চামকা (৪৫) ও শিশু বিকাশ চাকমা (৪৫) নামের দুইজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি এলজি, এক রাউন্ড এ্যামুনেশন, দুটি মোবাইল ফোন, একটি ছোরা ও চাঁদা সংগ্রহের একটি রেজিস্টার। এছাড়া তাদের কাছে কিছু এ্যালকোহলও পাওয়া যায়। ক্যাপ্টেন মোঃ মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার এই দুজন জেএসএসের (মূল) সক্রিয় সদস্য ও চাঁদা সংগ্রহকারী। বিস্তারিত অবহিত হতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জীবতলী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এদিকে গত সোমবার রাতে কাপ্তাই জোনের আওতাধীন রাইখালী টেম্পরারি অপারেটিং বেস হতে ছয় কিলোমিটার দূরবর্তী ভালুকিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বিজয় তংচঙ্গা (৩২) নামের আরেকজনকে। সেও জেএসএস (মূল) ধারার একজন সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি সেনাদলের বিশেষ অভিযানে গ্রেফতার হয় বিজয়। জিজ্ঞাসাবাদে সে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত বিজয় সন্ত্রাসী উসুইপ্রæ মার্মা হত্যা মামলার আসামী। পার্বত্য এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
×