ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জরিমানা করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না

বিধিনিষেধের মধ্যে ফেরিতে গাদাগাদি করে ফিরছে মানুষ

প্রকাশিত: ২৩:২৮, ২৮ জুলাই ২০২১

বিধিনিষেধের মধ্যে ফেরিতে গাদাগাদি করে ফিরছে মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে রাজধানীতে ফিরছে অগণিত মানুষ। ফেরিতে ঠাসাঠাসি করে পদ্মা পার হচ্ছে তারা। নেই সামাজিক দূরত্ব, নেই স্বাস্থ্যবিধি। দেখারও কেউ নেই। কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে সিরাজগঞ্জে ৭১ জনকে জরিমানা করা হয়েছে। শাহজাদপুরে বিধিনিষেধ অমান্য করায় নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিধিনিষেধ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। মাগুরায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। বরিশালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা প্রয়োজনে বের হওয়া লোকজনকে জরিমানা করা হয়েছে। ল²ীপুরে বিধিনিষেধ অমান্যকারী ১৮৩ জনের বিরুদ্ধে ১৬৭টি মামলা দায়ের করা হয়েছে। করোনার সংক্রমণ ঝুঁকিতেই ফেরিতে মানুষ ঠাসাঠাসি ভিড় করে পার হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরছেন অগণিত মানুষ। ফেরিতে কোন স্বাস্থ্যবিধির বালাই নেই। সামাজিক দূরত্ব দূরের কথা শারীরিক দূরত্বও মানছে না কেউ। কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ছিল উপচে পড়া ভিড়। ফেরি ভিড়তেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা। এই ভিড় যেন কিছুতেই থামছে না। ভয়ঙ্কর করোনা সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করেই রাজধানীতে ছুটছে অসংখ্য মানুষ। লঞ্চসহ সকল নৌযান বন্ধ থাকায় সরকারী সংস্থা বিআইডবিøউটিসির ফেরিতেই গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন মানুষ। এরপর ঘাটে এসে অতিরিক্ত ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা, প্রাইভেট কার, মাইক্রো, পিকাপসহ নানা যানে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে ফিরছেন। অনেকে হেঁটেই রওনা দিয়েছেন । ঘর থেকে বেরিয়ে আসার নানা অজুহাত তাদের। পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে দুর্বল ফের ‘ফরিদপুর’ ও ‘কিশোরী’ সরিয়ে নিয়ে মঙ্গলবার বহরে যুক্ত করা হয়েছে রোরো ফেরি ‘কেরামত আলী’। ঘাটে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থেকে বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে। ঘাটে দায়িত্বরত লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ঘাটের ভিড় সম্পর্কে বলেন, অপ্রয়োজনে আসা যাত্রীদের জরিমানা করা হচ্ছে। স্বাস্থ্য বিধি মানাতে ঘাট এলাকায় মাইকিং করা হচ্ছে। সিরাজগঞ্জ ॥ কঠোর বিধিনিষেধের মধ্যে বিনা কারণে বাইরে ঘোরাফেরা করায় গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে জেলা সদরসহ নয়টি উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালত ৭১ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬শ’ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারী মাসুদুর রহমান এ তথ্য জানান। জেলা প্রশাসন জানান, করোনার অতিমারী মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে অভিযানে ৬৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৭১ ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬শ’ ৫০ টাকা জরিমানা করা হয়। শাহজাদপুর ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদরে প্রয়োজনে অপ্রয়োজনে বহুলোকের সমাগম ঘটছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা নেতৃত্বে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম বলে মনে করছে সুধীমহল। একদিকে প্রশাসন ছুটছে, অন্যদিকে লোকজনের সমাগম ঘটছে। সেনাবাহিনী ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানের পাশাপাশি কিছুসংখ্যক অন্যান্য দোকানপাটও কৌশলে খুলে রাখছে। লকডাউনের ৫ম দিন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলা দায়ের করেছে এবং ১৭ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন। মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে করোনা উর্ধগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মঙ্গলবার শহরেরর প্রধান সড়কগুলো অনেকটা ফাঁকা ছিল। তবে প্রতিদিনের মতো কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার মানুষের ভিড় ছিল। মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত¡াবধানে জেলা শহরের প্রবেশ মুখ ও ৭ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের টহল জোরদার রয়েছে। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়ার প্রকৃত কারণ জানতে চাওয়া হচ্ছে। মাগুরা ॥ মঙ্গলবার মাগুরায় সকাল থেকে শহরের অন্যদিনের তুলনায় লোক সমাগম বেশি ছিল। শহরের সমস্ত মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ ছিল সমস্ত গণপরিবহন। শহরে লোক চলাচল একেবারেই কম। তবে শহরে কিছু ইজিবাইক , রিক্সা , মোটরসাইকেল চলাচল করছে। বরিশাল ॥ কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার নগরীতে অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও তিন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল-হেলাল বেলা ১১টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় তুষার মেডিক্যাল হলকে ১০ হাজার, দি মেডিকাসকে পাঁচ হাজার এবং মেসার্স এনাম মেডিক্যালের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ছাড়া দুটি মোটরসাইকেল চালককে পাঁচ শ’ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। লক্ষ্মীপুর ॥ লকডাউনের ৫ম দিনে মঙ্গলবার প্রশাসন ছিল কঠোর অবস্থানে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নেতৃত্বে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫টি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত লকডাউন অমান্যকারী ১৮৩ জনের বিরুদ্ধে ১৬৭টি মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৩৭ হাজার টাকা। গাইবান্ধা ॥ দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের পঞ্চম দিনেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাইবান্ধায় সরকারী- বেসরকারী অফিস, অনেক এলাকায় কিছু দোকানপাট খোলা ছিল। বিশেষ করে স্টেশন রোড, সান্দারপট্টি, ইসলাম প্লাজা, কলেজ রোড, ভিএইড রোডসহ শহরতলী দুইমাইল, পুলবন্দি, স্কুলের বাজার, সুন্দরজান মোড়, মোল্লা বাজার, ৭৫নং রেলগেট, পাঁচজুম্মা, বোর্ড বাজার এলাকাগুলোতে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মঙ্গলবার লকডাউন কার্যকরে মাঠে ছিল সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। সকালে শহরের পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে টহল আর চেক পোস্ট বসানো হয়। সড়কে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান খোলার অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ঝালকাঠি ॥ ঝালকাঠিতে কঠোর লকডাউনে বাজার এলাকা ও রাস্তাঘাটে নানা অজুহাতে স্বাস্থ্যবিধি না মেনে এক শ্রেণীর মানুষের চলাফেরা আরও বেড়েছে। দোকানপাট বন্ধ থাকার নির্দেশনা থাকলেও কিছু কিছু দোকানপাট ভ্রাম্যমাণ আদালতের ওপর নজর রেখে ঝাঁপ খুলে পণ্য বিক্রি করছে। জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করা ও নিয়ম লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে ৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে। দোহার-নবাবগঞ্জ ॥ সরকারের কঠোর বিধিনিষেধ পালনে সর্বাত্মাক লকডাউন বাস্তবায়ন করতে মাঠে তৎপর ছিলেন প্রশাসন। এ সময় বিধিনিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ৪৬টি মামলা দিয়ে ৬০ জনকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে প্রধান সড়কে তেমন যান চলাচল না করলেও অলিগলিতে চলছে অটোরিক্সা,ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন।অনেককেই মাস্ক ছাড়া হাটেবাজারে ও রাস্তায় চলতে দেখা যায়। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন জানায়,গত ২৪ ঘণ্টায় জেলার ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম ৭১টি মামলা দায়ের করেন এবং বিভিন্ন কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পটিয়া চট্টগ্রাম ॥ ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করে আদায় করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের থানার মোড়, বাসস্ট্যান্ড, বাইপাস ও উপজেলা হাসপাতাল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী এই জরিমানা করেন। তিনি জানিয়েছেন, কঠোর লকডাউনের পঞ্চম দিনে ৪টি দোকান খোলা রাখায় এবং মাস্ক ছাড়া ঘুরাফেরার কারণে ১৪টি মামলায় জরিমানা করা হয়েছে।
×