ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২১:৪৪, ২৭ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ। পরে তাঁরা কেক কেটে ডিজিটাল বাংলাদেশের রূপকার ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন করে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এই কর্মসূচী পালন করে। এছাড়া সংগঠনের পক্ষে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের নিবন্ধন, হ্যান্ড স্যানেটাইজার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সংগঠনের উদ্যোগে আধুনিক সদর হাসপাতালের সামনে ১১টি করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বুথের মাধ্যমে করোনা প্রতিরোধে এই সেবা কার্যক্রম চলবে। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম চয়ন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সহ-সভাপতি আরাফাত জামান অপু, শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সাংগঠনিক সম্পাদক জি এম সিরাজী মিজান, দপ্তর সম্পাদক আফরোজ মাহমুদ বিপু, যুন্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, গন সংযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাংগঠনিক সম্পদক মিঠুন রানা, দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান (রুমন), পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান পান্নাসহ আরো অনেকে। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কাজ হচ্ছে জনগনের কল্যাণে মানুষের সেবা করা। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপদে জনগনের পাশে দাঁড়াবে এটাই আমাদের কাজ। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ।
×