ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে লকডাউন অমান্য করায় নিটল টাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২১:৩৯, ২৭ জুলাই ২০২১

টঙ্গীতে লকডাউন অমান্য করায় নিটল টাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ করোনা সময়ে জারি করা সরকারী লকডাউন অম্যান্য করে টঙ্গীর নিটল টাটা সার্ভিস কারখানা চালু রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন জোন-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। জনকণ্ঠকে তিনি জানান, করোনার লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে মিলগেটর নিটল টাটা কারখানাটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে কারখানায় গিয়ে এর সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কারখানা বন্ধ করে শ্রমিকদের বাড়ি চলে যেতে বলা হয়। তিনি আরো জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রায় অর্ধশত শ্রমিক নিটল টাটা সার্ভিস কারখানাটিতে কাজ করছিল। কর্মরতদের মধ্যে অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না এবং সেখানে হাত ধোয়াসহ হ্যান্ডস্যানিটাইজারের কোন দেখা পাওয়া যায়নি।
×