ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাধবপুরে বৌভাতে ১০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ২০:৪৮, ২৭ জুলাই ২০২১

মাধবপুরে বৌভাতে ১০ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব সংবাদদাতা,মাধবপুর,হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে লকডাউনের ৫ম দিনে সরকারী বিধি নিষেধ অমান্য করে ৫শ লোকের বৌভাত অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। মঙ্গলবার দুপুরে বুল্লা গ্রামে তিনি ভ্রাম্যমান আদালত চালিয়ে এ অর্থদণ্ড করেন। জানা যায়, বুল্লা গ্রামে জানু মিয়া তার ছেলে খোকন মিয়ার বৌভাত অনুষ্ঠানে ৫শ অতিথির জন্য খাবারের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৌভাত অনুষ্ঠান বন্ধ করে খাবার সামগ্রী এতিম খানায় পাঠিয়ে দেন। এবং ছেলের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
×