ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩

প্রকাশিত: ১৫:৩৮, ২৭ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে হাসপাতালে চিকিৎসাধীন করোনার সাথে লড়াই করে ৩ জনের মৃত্যু এবং ১১৩ জন আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সিভিল সার্জনের প্রদত্ত রির্পোটে এই তথ্য প্রকাশিত হলেও অসর্থিত কিছু সূত্র বলেছেন, রির্পোটে যুক্ত হয়নি কিন্তু করোনা উপসর্গ নিয়ে মৃতের এবং শনাক্তের সংখ্যা আরো বেশি হবে। জেলায় করোনায় মৃত্যুর বহরে নতুন যোগদানকারী ৩ জনের মধ্যে সদর উপজেলায় ৫৫ বছর বয়সী একজন মহিলা ও ২২বছর বয়সী একজন পুরুষ এবং রাণীশংকৈলে ৫৮ বছর বয়সী একজন পুরুষ রোগী। জেলায় মৃত্যুর বহরে এপর্যন্ত মোট ১৬০জন রোগী যোগ দিয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে অনিচ্ছা সত্বেও ৩৬৫’জন নমুনা পরীক্ষা করালেও নতুন করে জেলার আরো ১১৩ জন করোনা সংক্রমণ রোগী হিসেবে শনাক্ত হওয়ায় তাঁরা আক্রান্তের মিছিলে যোগদান করতে বাধ্য হলেন। এরমধ্যে শনাক্ত সদর উপজেলায় ৭০জন, পীরগঞ্জে ২৬জন, রাণীশংকৈলে ৫জন, বালিয়াডাঙ্গীতে ৭জন ও হরিপুরে ৫জন। এদের মধ্যে কেউবা বাসা-বাড়িতে এবং কেউবা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের আনুপাতিক হার ৩০দশমিক ৯৬ ভাগ। জেলায় এপর্যন্ত মোট শনাক্ত ৫,৭৩৯ জন, ২৪ ঘন্টায় সুস্থ ১৬০ জন, মোট ৪,১৭০ জন সুস্থ হয়েছেন। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। অপরদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটের কথা প্রচার করে জনমনে আতংক তৈরী করছে কিছু অসাধু ব্যবসায়ী -এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল। তিনি বলেন, হাসপাতালে অক্সিজেনের কোন ঘাটতি নেই। লোকজন কেন হুমরি খেয়ে বাহিরে থেকে অক্সিজেন কিনছে তা আমার বোধগম্য নয়। তিনি করোনায় আতংক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
×