ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চন্দ্রাভিযানে নাসাকে দুই’শ কোটি ডলার ছাড়ের প্রস্তাব বেজোসের

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ জুলাই ২০২১

চন্দ্রাভিযানে নাসাকে দুই’শ কোটি ডলার ছাড়ের প্রস্তাব বেজোসের

অনলাইন ডেস্ক ॥ নাসার ‘হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ (এইচএলএস) নির্মাণ প্রকল্পের অংশ হতে বুঝি মরিয়া হয়ে পড়েছেন জেফ বেজোস। এপ্রিল মাসে চাঁদে অবতরণ উপযোগী মহাকাশযান নির্মাণের চুক্তি নিয়ে প্রতিযোগিতায় স্পেসএক্স-এর কাছে হেরে যায় বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। এবার ওই প্রকল্পের জন্য নাসাকে দুই’শ কোটি ডলার ছাড়ের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন অ্যামাজনের সাবেক প্রধান। নাসার ব্যবস্থাপক বিল নেলসন-এর উদ্দেশ্যে ওই চিঠিতে বেজোস লিখেছেন, এইচএলএস-এর বাজেট ঘাটতি সমাধান করে প্রকল্পটিকে সঠিক পথে ফিরিয়ে আনতে ব্লু অরিজিন চলতি ও আগামী দুই অর্থবছরে দুই’শ কোটি ডলার পর্যন্ত সব খরচ ছাড় দেবে। ব্যপারটি এমনও নয় যে, তহবিল ঘাটতি মেটার আগ পর্যন্ত লেনদেন বা আর্থিক দাবি স্থগিত রাখার প্রস্তাব দিচ্ছেন বেজোস। বরং এটা স্থায়ীভাবে খরচ মওকুফ করার প্রস্তাব বলে উল্লেখ করেছেন তিনি। “এই প্রস্তাব লেনদেন পিছিয়ে দেওয়ার নয়, বরং এককালীন ও চূড়ান্তভাবে উল্লিখিত অর্থের পুরোটাই মওকুফ করার প্রস্তাব।” চিঠিতে বেজোস ব্লু মুনের প্রমাণিত ঐতিহ্যের উপর জোর দিয়েছেন। "আমরা একুশ শতকের উপযোগী একটি চন্দ্র অবতরণ ব্যবস্থা তৈরি করেছি যা অ্যাপোলো স্থাপত্যের চমৎকার বৈশিষ্ট্যকে ধারণ করে। এই স্থাপত্য কৌশলের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি নিরাপত্তায় অগ্রাধিকার দেয়।" ১৯৭২ সালের পর চাঁদে যায়নি নাসার কোনো মহাকাশযান। ২০২৪ সাল নাগাদ আবার চাঁদে ফেরার পরিকল্পনা করছে সংস্থাটি। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস প্রোগ্রাম’। ওই প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে চাঁদের অবতরণ যান নির্মাণের চুক্তি করার কথা ছিলো নাসার। কিন্তু বাজেট ঘাটতির কারণে দু’টি প্রতিষ্ঠানের বদলে একটি প্রতিষ্ঠানকে বেছে নেয় নাসা। এপ্রিল মাসে দুই’শ ৯০ কোটি ডলারের পরিকল্পনা দিয়ে চুক্তির নিলাম জিতে নেয় ইলন মাস্কের স্পেসএক্স। এর বিপরীতে বেজোসের ব্লু অরিজিনের পক্ষ থেকে প্রস্তাবিত পরিকল্পনার খরচ দেখানো হয়েছিলো ছয়’শ কোটি ডলার, যা স্পেসএক্সের দ্বিগুণ। বিবিসি জানিয়েছে, এর আগে ‘আর্টেমিস’-এর অংশ হিসেবে চাঁদে অবতরণ উপযোগী নতুন মহাকাশযান নির্মাণের জন্য মার্কিন কংগ্রেসের কাছে তিনশ’ ৩০ কোটি ডলারের তহবিল চেয়েছিলো নাসা। তার বিপরীতে মিলেছিলো মাত্র ৮৫ কোটি ডলার। এখন নাসার ওই তহবিল ঘাটতি অনেকটাই সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন বেজোস। তার বদলে নাসার ‘আর্টেমিস’ প্রকল্পের অংশ হিসেবে চাঁদে পৌঁছানোর সুযোগ মিলতে পারে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের।
×