ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় করোনায় ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

প্রকাশিত: ১৫:৩৬, ২৭ জুলাই ২০২১

চুয়াডাঙ্গায় করোনায় ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

নিজস্ব সংবাদদাতা,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় নতুন করে ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৩জন, দামুড়হুদা উপজেলায় ১১ জন ও জীবননগর উপজেলায় ৭ জন। আক্রান্তের হার ২৬ দশমিক ৫৬ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৫৫ জন। এদিন ৪৭জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭১২ জন। এদিন ৪ জন করোনা আক্রান্তে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সরকারী হিসেবে ১৭১ জন মারা গেছেন। চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৯৭২ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৮৬৫ জন ও হাসপাতালে আছে ১০৭ জন। এদিন আরো ৩১৬জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
×