ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার অলিম্পিকে রেকর্ড ম্যাককিউয়েনের

প্রকাশিত: ১৩:৫৪, ২৭ জুলাই ২০২১

এবার অলিম্পিকে রেকর্ড ম্যাককিউয়েনের

অনলাইন ডেস্ক ॥ অ্যাডিলেইডের পর টোকিওর নীল জলেও ঝড় তুললেন কেলি ম্যাককিউয়েন। অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার এই সাঁতারু চুমু আঁকলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনার পদকে। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে মঙ্গলবার ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ম্যাককিউয়েন। ২০ বছর বয়সী এই সাঁতারু গত মাসেই অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ান সুইমিং ট্রায়ালসে ৫৭ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে গড়েন এই ইভেন্টের বিশ্বরেকর্ড। এবার একটুর জন্য ছুঁতে পারলেন না নিজের সেই কীর্তি। তবে অলিম্পিক সোনার তৃপ্তি পেলেন। ৫৭ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে রুপা পান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কানাডার কাইলি মাস। এই ইভেন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ ৫৮ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।
×